স্টুডিওতে স্ট্রোবের জন্য এক্সপোজার নির্ণয়ের সহজ পদ্ধতি

স্টুডিও-স্ট্রোব বলতে ঐ ধরনের ফ্ল্যাশগুলোকে ধরা হয় যেগুলো স্ট্যান্ডে আটকিয়ে আমব্রেলা কিংবা সফ্টবক্স লাগিয়ে, এসি বিদ্যুৎ ব্যবহার করে জ্বালানো যায়। স্ট্রোবে মডেলিং লাইট থাকে যা ফোকাস করতে এবং লাইটিং-এর স্টাইল বুঝতে সাহায্য করে ।

স্ট্রোবের জন্য এক্সপোজার নির্ণয় করতে হলে হ্যান্ডহেল্ড লাইট মিটার প্রয়োজন। কারণ ক্যামেরার মধ্যে বিল্ট-ইন ভাবে যে মিটার থাকে তা এ ধরনের ফ্ল্যাশের আলো মাপতে পারে না ৷ অন্য দিকে একটি হ্যান্ডহেল্ড মিটারের দাম অনেক বেশি যা কেনা সবার জন্য সম্ভব নয়। হ্যান্ডহেল্ড মিটার ব্যবহার না করে কী ভাবে অতি সহজে স্টুডিও’র জন্য সঠিক এক্সপোজার মিটারিং করা যাবে সে বিষয়েই আলোচনা করতে যাচ্ছি।

যোগাড় করতে হবে দু’ফিট প্রস্থ দেড় ফিট প্রস্থ একটি মিড নিউট্রাল গ্রে কাপড় কিংবা কাগজ। এটি চকচকে হওয়া চলবে না । মিড নিউট্রাল গ্রে বলতে কী বুঝায়? মিড নিউট্রাল গ্রে বলতে বুঝায় সাদা এবং কালোর ঠিক মাঝামাঝি উজ্জ্বল গ্রে যা রঙিন আভার দিক থেকে একেবারে নিউট্রাল ।

সাধারণ স্টুডিওগুলোতে পাসপোর্ট ছবি তোলার জন্য এক ধরনের লাইটিং, ফুল বডি পোরট্রেট এবং গ্রুপ ছবির জন্য আরেক ধরনের লাইটিং করা হয়ে থাকে। অতএব দু’রকম লাইটিং-এর জন্য দু’রকম এক্সপোজার হিসেব করে রাখলে যথেষ্ট হবে ।

প্রথমে পাসপোর্ট ছবির জন্য নিজেদের একজনকে বসিয়ে নিজের মত লাইটিং ঠিক করে নিন। যথাস্থানে ক্যামেরা সেট করে কম্পোজ ও ফোকাস করে নিন । এবার বিষয়বস্তুর জায়গায়

নকশা-১ এর মতো করে কাপড়/কাগজটি ধরতে বলুন । ক্যামেরায় ১২৫ (ক্যামেরাভেদে ৬০/১২৫/২০০) শাটার স্পিড সেট করুন। ক্যামেরায় ১১ অ্যাপারচার সেট করে কাপড় কাগজটিকে টাইট কম্পোজে নিয়ে একটি ছবি তুলুন এবং নকশা-২ এর হিস্টোগ্রামগুলোর সাথে মিলিয়ে দেখুন ।

নকশা-২: মিড গ্রে কাপড়ের ক্ষেত্রে হিস্টোগ্রাম

আপনার তোলা ছবিটি কতটা আন্ডার বা ওভার এক্সপোজ হয়েছে, সে অনুযায়ী অ্যাপারচার ছোট কিংবা বড় করে নিন। ধরুন আপনার তোলা ছবিটি ২ স্টপ আন্ডার হয়েছে, তা হলে ১১-এর স্থলে ৫.৬ অ্যাপারচার সেট করুন। ৫.৬ অ্যাপারচার সেট করে আবার একইভাবে ছবি তুলে হিস্টোগ্রাম দেখুন। হিস্টোগ্রামটি যদি হিস্টোগ্রাম-২গ এর মতো হয়, তবে বুঝতে হবে ৫.৬ অ্যাপারচারই ঐ সেট-আপের জন্য সঠিক এক্সপোজার। যদি হিস্টোগ্রামটি হিস্টোগ্রাম-২গ এর তুলনায় সামান্য বামে অবস্থান করে, তবে ৪.৫ কিংবা ৫ অ্যাপারচার সঠিক এক্সপোজার দিতে পারে। যদি হিস্টোগ্রামটি হিস্টোগ্রাম- ২গ এর তুলনায় সামান্য ডানে অবস্থান করে, তবে ৬.৩ কিংবা ৭.১ অ্যাপারচার সঠিক এক্সপোজার দিতে পারে।

ঐ সেট-আপের জন্য যে অ্যাপারচারটি নির্দিষ্ট হল সেটি লিখে রাখুন। সাবজেক্ট এবং লাইটসমূহের অবস্থান চিহ্নিত করে রাখুন ।

একই নিয়মে ফুল ফিগার পোরট্রেট কিংবা গ্রুপ ছবির জন্য অ্যাপারচার এবং লাইটসমূহের অবস্থান নির্ধারণ করে রাখুন । মিড নিউট্রাল গ্রে কাপড়ের নমুনা ফটোগ্রাফি কলাকৌশল ও মনন বইটির মধ্যে দেয়া থাকে (নভেম্বর’ ২০১৮)।

মিড নিউট্রাল গ্রে কাপড়/কাগজ না পেলে

মিড নিউট্রাল গ্রে কাপড়/কাগজ যোগাড় করতে না পারলে একটি মোটা সাদা সূতি কাপড় সংগ্রহ করুন। এ কাপড়টিও নিউট্রাল হওয়া ভালো। অর্থাৎ এটি দুধের মতো সাদা হবে কিন্তু ব্লুইশ, রেডিশ কিংবা ইয়েলোয়িশ হবে না। এ কাপড়টি আগের পরীক্ষার মতো করে ক্যামেরার সামনে ধরুন এবং ক্যামেরায় অ্যাপারচার ১১ রেখে একটি ছবি তুলে নকশা-৩ এর হিস্টোগ্রামগুলোর সাথে মিলিয়ে দেখুন।

এই মুহূর্তে তোলা ছবিটি কতটা ওভার বা আন্ডার তা বুঝে নিয়ে অপেক্ষাকৃত ছোট বা বড় অ্যাপারচার সেট করে আবার ছবি তুলে নিশ্চিত হোন।

যে অ্যাপারচারটি নির্বাচন করলেন, ঐ লাইটিং-এ ঐ স্থানে বসিয়ে একজন লোকের ছবি তুলে দেখুন। কারো ছবি বাড়তি উজ্জ্বল করতে হলে ফটোশপে নিয়ে কার্ভ দিয়ে তা করুন, ক্যামেরায় বড় অ্যাপারচার সেট করার প্রয়োজন নেই।

Rafiqul Islam, FBPS

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top