বেশিরভাগ নবীন ফটোগ্রাফারদের ধারনা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে অনেক বড় জায়গা ছবির ফ্রেমে ধরানো যায় আর টেলি লেন্স দিয়ে ছোট বিষয়বস্তু বা দূরের ছোট বিষয়বস্তুকে ছবির ফ্রেমে বড় আকারে নেয়া যায়। এই ধারনা সঠিক। কিন্তু এর বাইরেও ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলি লেন্সের ভিন্ন ধরনের কিছু ভূমিকা আছে-
১) পার্সপেক্টিভগত ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাছের জিনিসগুলোকে বেশ বড়, সে তুলনায় দূরের জিনিসগুলোকে অনেক বেশি ছোট করে। লেন্স যত বেশি ওয়াইড এই ইফেক্ট তত বেশি হয়ে থাকে ৷
টেলি লেন্স কাছের এবং দূরের জিনিসের মধ্যে খুব বেশি পার্থক্য তৈরি করে না । লেন্স যত বেশি টেলি এই ইফেক্ট তত বেশি হয়ে থাকে।
২) ডেপথ অফ ফিল্ডে পার্থক্যঃ একই অ্যাপারচার সত্ত্বেও ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অনেক বেশি ডেপথ অফ ফিল্ড তৈরি করে, সে তুলনায় টেলি লেন্স অনেক কম (শ্যালো) ডেপথ অফ ফিল্ড তৈরি করে। লেন্স যত বেশি ওয়াইড কিংবা টেলি হবে, সংশ্লিষ্ট ইফেক্ট তত বেশি হবে।
ওয়াইড অ্যাঙ্গেল এবং টেলি লেন্সের মধ্যে পার্সপেক্টিভগত এবং ডেপথ অফ ফিল্ডের পার্থক্য ফটোগ্রাফিক কম্পোজিশনে ব্যাপক পার্থক্য তৈরি করে । কিছু কম্পোজিশনাল ইফেক্ট শুধুমাত্র ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে সম্ভব, কিছু কম্পোজিশনাল ইফেক্ট শুধুমাত্র টেলি লেন্সে সম্ভব। নমুনা ছবি দেখে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করা সম্ভব।
ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে তৈরি হওয়া কম্পোজিশনের কিছু নমুনা ছবি
				
				
				
				
				
				
				
				
				
				
				
				
				
				টেলি লেন্স দিয়ে তৈরি হওয়া কম্পোজিশনের কিছু নমুনা ছবি
জুম-ইন, জুম-আউট
জুম ইন কিংবা জুম আউট শুধুমাত্র জুম লেন্স দিয়েই করা সম্ভব হয়।

ভিডিও’র ক্ষেত্রে জুম ইন করা হলে দৃশ্যের মধ্যবর্তী অংশ ক্রমশ বড় হতে থাকে । জুম আউট করা হলে দৃশ্যের মধ্যবর্তী অংশ ক্রমশ ছোট হতে থাকে, আর চারদিক থেকে দৃশ্য ছবিতে যোগ হতে থাকে।
স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে জুম ইন কিংবা জুম আউট’র মাধ্যমে ছবিতে বিশেষ ধরনের ইফেক্ট তৈরি করা যায়। ক্রমশ ক্যামেরা থেকে দূরে চলে যাচ্ছে এমন কোনো বিষয়বস্তুকে মাঝখানে রেখে জুম ইন এবং ক্রমশ ক্যামেরার দিকে এগিয়ে আসছে এমন কোনো বিষয়বস্তুকে মাঝখানে রেখে জুম আউট করলে ভালো হয়। স্টিল ছবিতে জুম ইন কিংবা জুম আউট’র ইফেক্ট পেতে শাটার স্পিড স্লো রাখতে হয়।

শেষ কথা
মনে রাখতে হবে টেলি লেন্স দিয়ে বিষয়বস্তুকে কম্পোজ করা যতটা সহজ, সেই তুলনায় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে কম্পোজ করা অনেক কঠিন। এর কারণ হল; (১) ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ক্যামেরাকে ডানে/বামে, ওপরে/নিচে কিংবা সামনে/পেছনে অল্প সরালেই কম্পোজিশনে অনেক বেশি পরিবর্তন ঘটে। (২) ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে অনেক বড় ব্যাকগ্রাউন্ড চেপে ছোট হয়ে আসে, কোনো কিছুকে বাদ দেয়া সহজ হয়ে ওঠে না । (৩) ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে মারাত্মকভাবে লিনিয়ার ডিসটরসন হয়ে থাকে, লিনিয়ার ডিসটরসন এড়িয়ে ছবি তোলায় দক্ষ হতে হয় ।
নবীন ফটোগ্রাফাররা ওপরের ছবিগুলোর এবং এ রকম আরো অনেক ছবির গঠনবিন্যাস পরীক্ষা-নিরিক্ষা করে নিজেদের সৃষ্টিশীলতার বিকাশ ঘটাতে পারবেন।
Author: Rafiqul Islam


								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
								
															
